ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন প্রিয়াঙ্কার

নিজেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখার পাশাপাশি নিককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবেও দেখতে 
চান অভিনেত্রী প্রিয়াঙ্তা চোপড়া । তিনি বলেন, ‘নিক যেহেতু আমেরিকান, তাই ওকে মার্কিন প্রেসিডেন্টের আসনে দেখতে চাই।’

সম্প্রতি, ‘সানডে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর রাজনীতিতে আসার স্বপ্ন নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

মডেলিং থেকে অভিনয়-সব ক্ষেত্রেই দাপিয়ে বেড়িয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন, তারপর অভিনেত্রী হিসাবে বলিউডে অভিষেক পিগি চপসের। বর্তমানে হলিউডেও অভিনেত্রী হিসেবে যথেষ্ঠ পরিচিতি অর্জন করেছেন তিনি।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসেডর’হিসেবেও কাজ করছেন বহুদিন হলো। এবার রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করে বসলেন নিক জোনাস ঘরণী।

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘যদিও রাজনীতির সঙ্গে যুক্ত কোনো কিছুই আমার বিশেষ পছন্দ নয়, তবে আমি এতটুকু নিশ্চিত আমি আর নিক দুজনে মিলে পরিবর্তন আনতে পারব। কোনো কিছুতেই কখনো না বলতে নেই।’

তবে প্রিয়াঙ্কা মজা করে কথাগুলো বললেও সত্যিই তিনি রাজনীতিতে আসতে চান কিনা তা অবশ্য স্পষ্ট নয়।

কয়েক বছর আগে বার্লিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রিয়াঙ্কা। দিল্লিতে তাদের বিয়ের অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন মোদি। এর বাইরে কোনো রাজনৈতিক অনুষ্ঠান বা মঞ্চে কখনো দেখা যায়নি প্রিয়াঙ্কাকে।

Related posts

Leave a Comment