প্রাণঘাতী করোনভাইরাস (কোভিড-১৯) মহামারী রোধে দেশ জুড়ে লকডাউ জারি করেছে ভারতের সরকার। এতে করে গৃহবন্দি হয়ে পড়েছেন সবাই। এর থেকে বাদ যায়নি বলিউড সেলিব্রেটিরাও। সিনেমার শ্যুটিং বন্ধ। তাই টাইগার শ্রফও নিজ বাড়িতে বন্দি। তবে সামাজিক মাধ্যমে সব সময় অ্যাক্টিভ তিনি। নিয়মিত আপডেট দিচ্ছেন।
একটুর জন্য গাড়িতে চাপা পড়ার হাত থেকে রক্ষাপানি তিনি। সম্প্রতি টাইগার তার ইনস্টাগ্রামে এমন একটি ভিডিও শেয়ার করেছেন। এ খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
ওই ভিডিওতে দেখা গেছে, বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন টাইগার। পিছন থেকে আসা একটা গাড়ি তাকে প্রায় চাপা দিয়ে দিচ্ছিল। কিন্তু অদ্ভুত কৌশলে রক্ষা পান টাইগার। তিনি স্পাইডার ম্যানের মতো গাড়িটাকে পিছন ফিরেই লাফিয়ে পার করেন। যা চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়।
এই ভিডিও শেয়ার করে টাইগার লিখেছেন, ‘ভাগ্যিস আমার স্পাইডার সেন্স কাজ করে গিয়েছিল। কোয়ারেন্টাইনের পরে মানুষ এভাবেই গাড়ি চালাবে।’
এই ভিডিও শেয়ার হতেই চিন্তিত হয়ে পড়েন তার ফ্যানেরা। তাদের একজন লিখেছেন, ‘প্লিজ নিজের খেয়াল রেখো।’