স্বাস্থ্য ব্যবস্থায় নৈরাজ্য বন্ধের দাবি

চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থায় নৈরাজ্য বন্ধ করে অবিলম্বে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত, ওষুধের ন্যায্যমূল্য নিশ্চিত এবং ব্যক্তিমালিকানাধীন কমিউনিটি সেন্টারগুলোকে আইসোলেশন কেন্দ্র গড়ে তোলাসহ বিভিন্ন দাবি জানিয়ে মাঠে নেমেছে বিভিন্ন সংগঠন। জনগণের পক্ষে এসব দাবি দ্রুত বাস্তবায়ন দাবিতে নির্ধারিত সামাজিক দূরত্ব রক্ষা করে নগরীর চেরাগী পাহাড় চত্বর, প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও দূরবন্ধন করেছেন চট্টগ্রাম নাগরিক উদ্যোগ, গণ অধিকার চর্চার কেন্দ্র ও নাগরিক আন্দোলন, চট্টগ্রামের নেতৃবৃন্দ। এসব কর্মসূচিতে যোগ দিয়েছেন নগরীর সাধারণ মানুষও।

রবিবার বেলা ১১টার দিকে নগরের চেরাগী পাহাড় মোড়ে নাগরিক আন্দোলনের ‘দূরবন্ধন’ কর্মসূচি  থেকে অবিলম্বে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে কঠোর আন্দোলন এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে হাসপাতালগুলো মনিটর করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় নাগরিক আন্দোলন চট্টগ্রামের সংগঠক শরীফ চৌহানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা, শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সাংবাদিক হাসান ফেরদৌস প্রমুখ। এ সময় সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, এই রাষ্ট্র সবার। স্বাস্থ্য সেবা পাওয়া সব শ্রেণির মানুষের অধিকার। কিন্তু আজ আমরা দেখছি সাধারণ মানুষ সেবা পাচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলো তাদের দরজা বন্ধ করে রেখেছে। এই নৈরাজ্য চলতে পারে না। জীবন না বাঁচলে জীবিকাও বাঁচবে না। অবিলম্বে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

অন্যদিকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গণঅধিকার চর্চা কেন্দ্র আয়োজিত মানববন্ধন থেকে নগরীর সকল কমিউনিটিসেন্টারকে করোনায় আক্রান্ত রোগীদের সেবার জন্য আইসোলেশন সেন্টার করতে খুলে দেওয়ার জোর দাবি জানানো হয়।

চিকিৎসক ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের প্রধান মাহফুজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে চিকিৎসা সামগ্রীকে সহজলভ্য এবং ওষুধসহ অন্যান্য পত্য যেন এই দুঃসময়ে ন্যায্যমূল্যে কিনতে পাওয়া যায় তারও দাবি করেন। মানববন্ধনে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সমাজকর্মী, সংস্কৃতিকর্মী ও উন্নয়নকর্মীরা অংশ নেন।

এদিকে রবিবার বেলা ১টার দিকে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের পক্ষ থেকে ‘মানবিক সহায়তায় এগিয়ে আসার এখনই সময়’ উল্লেখ করে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করা হয়েছে। এতে সংগঠনের আহবায়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts