চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বৈশ্বিক-মহামারী আকার ধারণ করেছে। এতে করে কার্যত থেমে গেছে পৃথিবীর চাকা। যার ছোঁয়া লেগেছে আমাদের বিনোদন জগতেও। বড় বড় উৎসব, কনসার্ট ও সিনেমা-নাটকের কার্যক্রম এখন বন্ধ। তাই লকডাউনে ঘরেই বন্দি জীবন কাটছে শোবিজ তারকাদের।
নাটকের জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী এই সময়টি নষ্ট না করে সারছেন অনেক দিনের ফেলে রাখা কাজগুলো। আর পরিবার সময় দিচ্ছেন, তবে নিরাপদ দূরত্ব বজায় রেখে।
অভিনেত্রী মেহজাবিন জানান, এ সময়ে ডায়েট নিয়ে চিন্তা করছি না। কি খাবো, কতটা ওজন বাড়বে, এসবের ভয় না করে প্রতিদিনই নানা কিছু খাচ্ছি। ওজন বাড়লে পরে না হয় কমানো যাবে।
বাসায় বন্দি থাকার বিষয়ে তিনি বলেন, ‘বাসায় থাকতে কাদের অসুবিধা হচ্ছে জানি না। আমার তো প্রতিদিনই শুটিং থাকতো। এ কারণে বেশিরভাগ সময়ই আমি বাইরে থাকতাম। সেই আমিই এখন ঘরে বন্দি। এ কারণে কষ্টতো আমার বেশি হওয়ার কথা। কই তা তো হচ্ছে না। কারণ করোনার মতো ভয়াবহ এক অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করছি গোটা দুনিয়ার মানুষ।’
তিনি আরো বলেন, ‘এই যুদ্ধে জয়ী হতে হলে ঘরেই থাকতে হবে। আমার তো ঘরে থাকতে ভালোই লাগছে। বাসায় দূরত্ব ঠিক রেখে পরিবারকে সময় দিচ্ছি। অভিনয়ের ব্যস্ততার কারণে ঘরের অনেক কাজই করা হয়ে উঠে না। সেসব এখন করছি। মাঝে মাঝে এটা-সেটা রান্নাও করছি। বই পড়ছি। এছাড়া আগে দেখা হয়নি এমন কিছু নাটক ও সিনেমা দেখছি।’ এই মহাদুর্যোগ থেকে পৃথিবীর সব মানুষের মুক্তিও কামনা করেন তিনি।