গত ১১ ই মে ২০১৮ বন্দর নগরীর সিলভারস্পুন রেষ্টুরেন্ট এ অনুষ্ঠিত হয় এপেক্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের ২৩ তম বাৎসরিক পালাবদল। উক্ত আয়োজনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সোসাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ও চিটাগাং ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফে.আনোয়ারুল আজিম আরিফ, বিশেষ অতিথী ছিলেন লাইফ গর্ভনর,অতীত জাতীয় সভাপতি ও এপেক্স গ্লোবাল এর সাবেক সভাপতি এম কুতুবউদদৌলা, লাইফ গর্ভনর ও অতীত জাতীয় সভাপতি ডা.জবিউল হোসেন, লাইফ গর্ভনর ও অতীত জাতীয় সভাপতি মহিউদ্দীন শাহ আলম নিপু, লাইফ গর্ভনর ও অতীত জাতীয় সভাপতি ইয়াসিন চৌধুরি,লাইফ গর্ভনর ও অতীত জাতীয় সভাপতি এবং এপেক্স ক্লাব অব…
আরো...