হাওয়াইয়ের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট কিলাউয়া থেকে নির্গত লাভায় ঢাকা পড়েছে ৩১টি বাড়ি। আগ্নেয়গিরিটি গত কয়েকদিন ক্রমাগত বের হওয়া লাভার বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে বাতাসের ২০০ ফুট পর্যন্ত।
স্থানীয় সময় রোববার (৬ মে) বিজ্ঞানীরা সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন এমনটি।
লাভার ভয়াবহতা থেকে রক্ষা করতে ওই এলাকা থেকে এরইমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে ১৭শ’র বেশি অধিবাসীকে। সহসাই তারা নিজভূমে ফিরতে পারছেন না।