ঢাকায় সদ্য সমাপ্ত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ৪৫তম পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনের ঢাকা ঘোষণা নিয়ে আপত্তি তুলেছে পাকিস্তান।
সোমবার (০৭ মে) ঢাকার পাকিস্তানের হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ আপত্তির কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, স্বাগতিক দেশ সম্মেলন শেষ হওয়ার ঠিক আগে ঢাকা ঘোষণা প্রচার করেছে। এতে শুধু স্বাগতিক দেশের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে। তাই এর দায় স্বাগতিক দেশকে নিতে হবে, কেননা ঘোষণার সারবস্তু নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা কিংবা মতামতও নেওয়া হয়নি।
‘ওই ঘোষণা, পররাষ্ট্রমন্ত্রীদের ফোরাম ও সম্মেলনের দলিলসহ ওআইসির দীর্ঘদিনের প্রতিষ্ঠিত অবস্থানকে ক্ষুণ্ন করেছে।’
তবে পাকিস্তানের এই প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ওআইসির ঘোষণা সর্বসম্মতি ক্রমে দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশর একান্ত নিজস্ব মতামত নেই।
সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ৫ ও ৬ মে ঢাকায় ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের ৪৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সম্মেলনের শেষ দিনে দেওয়া হয় ৩৯ দফা ঢাকা ঘোষণা।
তবে যৌথ ঘোষণার বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তান হাইকমিশন দাবি করছে, সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়ার নেতৃত্বে পাকিস্তানের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। তবে এই সম্মেলন সমাপ্তির কিছুক্ষণ আগে যৌথ ঘোষণা সরবরাহ করা হয়।
পাকিস্তানের অভিযোগ, অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে পরামর্শ না করেই এই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। এছাড়া ঘোষণায় বাংলাদেশের নিজস্ব মতামতই তুলে ধরা হয়েছে বলেও অভিযোগ করেছে একাত্তরে স্বাধীনতা যুদ্ধে পরাজিত দেশটি।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ওআইসি সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মতামত নিয়েই এই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। এখানে বাংলাদেশের নিজস্ব মতামত দেওয়ার সুযোগ নেই।
‘কোনো দেশ যদি এই ঘোষণাপত্র নিয়ে অভিযোগ করতে চায়, তাহলে তারা ওআইসির সচিবালয়ে অভিযোগ করতে পারে। তাদের সেই সুযোগ রয়েছে।’