এপেক্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের ২৩ তম বাৎসরিক পালাবদল সম্পন্ন

গত ১১ ই মে ২০১৮ বন্দর নগরীর সিলভারস্পুন রেষ্টুরেন্ট এ অনুষ্ঠিত হয় এপেক্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের ২৩ তম বাৎসরিক পালাবদল। উক্ত আয়োজনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সোসাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ও চিটাগাং ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফে.আনোয়ারুল আজিম আরিফ, বিশেষ অতিথী ছিলেন লাইফ গর্ভনর,অতীত জাতীয় সভাপতি ও এপেক্স গ্লোবাল এর সাবেক সভাপতি এম কুতুবউদদৌলা, লাইফ গর্ভনর ও অতীত জাতীয় সভাপতি ডা.জবিউল হোসেন, লাইফ গর্ভনর ও অতীত জাতীয় সভাপতি মহিউদ্দীন শাহ আলম নিপু, লাইফ গর্ভনর ও অতীত জাতীয় সভাপতি ইয়াসিন চৌধুরি,লাইফ গর্ভনর ও অতীত জাতীয় সভাপতি এবং এপেক্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ান শাহিদি। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা-৩ এর গর্ভনর ড. এস এম হাসান আলি। উক্ত পালাবদলে ২০১৭ সালের সভাপতি রাসেদ ইবনে ফরিদ চৌধুরি ২০১৮ সালের সভাপতি শ্যামল মজুমদার কে জুয়েল হস্তান্তর করেন। পালাবদল অনুষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সাবেক জেলা গর্ভনর মুসলেম উদ্দীন। উক্ত অনুষ্ঠানে এপেক্স বাংলাদেশের জেলা-৩ এর সকল ক্লাব এর অসংখ্য এপেক্সিয়ান ও জেলা-৮ এর বীরশ্রেষ রুহুল আমিন ক্লাব অংশগ্রহন করে। উক্ত অনুষ্ঠানে ২০১৭ বর্ষের সভাপতি রাসেদ ইবনে ফরিদ তার কার্যবৎসরের ৪ জনকে পুরষ্কৃত করেন। ২০১৭ সালের সেরা এপেক্সিয়ান সালাউদ্দীন রিগান,সেবা কার্যক্রমের জন্য ওয়াকার উদ্দীন মোহাম্মদ তারেক,রেগুলার উপস্থিতির জন্য মামুন খান ও বেষ্ট ফেলোশিপ এর জন্য ২০১৮ সালের ক্লাব সেক্রেটারি আকরাম উদ্দীন নওশাদ কে পুরষ্কার প্রদান করেন। অনুষ্ঠানের শেষে সভাই একসাথে নৈশভোজে অংশগ্রহন করেন। এর পর জমজমাট র্যাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Comment